Satyendranath Dutta

জবা

আমারে লইয়া সুখী হও তুমি ওগো দেবী শবাসনা,আর খুঁজিও না মানব-শোনিত, আর তুমি খুঁজিও না|আর মানুষের হৃত্ পিণ্ডটা নিওনা খড়গে ছিঁড়ে,হাহকার তুমি তুলো না গো আর সুখের নিভৃত নীড়ে|এই দেখ আমি উঠেছি ফুটিয়া উজলি পুষ্পসভা,ব্যথিত ধরার হৃত্ পিণ্ডটি আমি যে রক্তজবা|তোমার চরণে নিবেদিত আমি, আমি যে তোমার বলি,দৃষ্টি-ভোগের রাঙ্গা খর্পরে রক্ত কলিজা-কলি|আমারে লইয়া খুশি হও…

হে পদ্মা ! প্রলয়ংকরী ! হে ভীষণা ! ভৈরবী সুন্দরী !

তুমি শুধু, নিবিড় আগ্রহ আর পার গো সহিতেএকা তুমি সাগরের প্রিয়তমা, অয়ি দুবিনীতে !দিগন্ত বিস্তৃত তোমার হাস্যের কল্লোল তারি মতচলিয়াছে তরঙ্গিয়া,-চির দৃপ্ত, চির অব্যাহত |দুর্নমিত, অসংযত, গূঢ়চারী, গহন গম্ভীর ;সীমাহীন অবজ্ঞায় ভাঙিয়া চলেছ উভতীর |রুদ্র সমুদ্রের মত, সমুদ্রেরি মত সমুদারতোমার বদরহস্ত বিতরিছে ঐশ্বর্যসম্ভার |উর্বর করিছ মহি, বহিতেছ বাণিজ্যের তরীগ্রাসিয়া নগর গ্রাম হাসিতেছ দশদিক ভরি |অন্তহীন…

ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি

ইলশে গুঁড়ি ইলশে গুঁড়িদিনের বেলায় হিম|কেয়াফুলে ঘুণ লেগেছে,পড়তে পরাগ মিলিয়ে গেছে,মেঘের সীমায় রোদ হেসেছেআলতা-পাটি শিম্|ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি,রোদ্দুরে রিম্ ঝিম্|হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায়ইলশে গুঁড়ির নাচ, –ইলশে গুঁড়ির নাচন্ দেখেনাচছে ইলিশ মাছ|কেউ বা নাচে জলের তলায়ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায়,নদীতে ভাই জাল নিয়ে আয়,পুকুরে ছিপ গাছ|উলসে ওঠে মনটা, দেখেইলশে গুঁড়ির নাচ|ইলশে গুঁড়ি পরীর ঘুড়িকোথায় চলেছে,ঝমরো চুলে…

আমারে ফুটিতে হ’লো বসন্তের অন্তিম নিশ্বাসে,

রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে,একাকী আসিতে হ’লো – সাহসিকা অপ্সরার মতো|বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার,বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর;জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমারদেখিলাম জলস্থল, – শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর|তবু এনু বাহিরিয়া, – বিশ্বাসের বৃন্তে বেপমান, –চম্পা আমি, – খর তাপে আমি কভু ঝরিবো না মরি,উগ্র মদ্য-সম রৌদ্র – যার…

মধুর চেয়ে আছে মধুর

আমার দেশের পথের ধূলাখাঁটি সোনার চাইতে খাঁটি।চন্দনেরি গন্ধভরা,শীতল করা, ক্লান্তি-হরাযেখানে তার অঙ্গ রাখিসেখানটিতেই শীতল পাটি।শিয়রে তার সূর্ এসেসোনার কাঠি ছোঁয়ায় হেসে,নিদ-মহলে জ্যোৎস্না নিতিবুলায় পায়ে রূপার কাঠি।নাগের বাঘের পাহারাতেহচ্ছে বদল দিনে রাতে,পাহাড় তারে আড়াল করেসাগর সে তার ধোয়ায় পাটি।নারিকেলের গোপন কোষেঅন্ন-পানী’ যোগায় গো সে,কোল ভরা তার কনক ধানেআটটি শীষে বাঁধা আঁটি।মধুর চেয়ে আছে মধুরসে এই আমার…

ভোর হল রে, ফর্সা হ’ল, দুল্ ল ঊষার ফুল-দোলা !

জাগলো সাড়া নিদ্ মহলে, অ-থই নিথর পাথার-জলে-আলপনা দ্যায় আল্ তো বাতাস, ভোরাই সুরে মন ভোলা !ধানের ক্ষেতের সব্ জে কে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে !সেই সোহাগের একটু পরাগ টোপর-পানায় টুপিয়েছে !আলোর মাঠের কোল ভরেছে, অপরাজিতার রং ধরেছে-নীল-কাজলের কাজল-লতা আস্ মানে চোখ ডুবিয়ে যে |কল্পনা আজ চলছে উড়ে হাল্ কা হাওয়ায় খেল্ খেলে !পাপ্ ড়ি-ওজন পান্…

জগৎ জুড়িয়া এক জাতি আছে

এক পৃথিবীর স্তন্যে লালিতএকই রবি শশী মোদের সাথী।শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালাসবাই আমরা সমান বুঝি,কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলিবাঁচিবার তরে সমান যুঝি।দোসর খুঁজি ও বাসর বাঁধি গো,জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,কালো আর ধলো বাহিরে কেবলভিতরে সবারই সমান রাঙা।বাহিরের ছোপ আঁচড়ে সে লোপভিতরের রং পলকে ফোটে,বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্রকৃত্রিম ভেদ ধুলায় লোটে।…বংশে বংশে নাহিক তফাতবনেদি কে আর…

সবচেয়ে যে ছোটো পিঁড়িখানি

ছোট থালায় হয় নাকো ভাত বাড়া,জল ভরে না ছোট্ট গেলাসেতে;বাড়ির মধ্যে সব-চেয়ে যে ছোটোখাবার বেলা কেউ ডাকে না তাকে,সব-চেয়ে যে শেষে এসেছিল,তারই খাওয়া ঘুচেছে সব-আগে ।সব-চেয়ে যে অল্পে ছিল খুশিখুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে,সেই গেছে, হায়, হাওয়ার সঙ্গে মিশে,দিয়ে গেছে, জায়গা খালি করে ।ছেড়ে গেছে পুতুল, পুঁতির মালা,ছেড়ে গেছে মায়ের কোলের দাবি;ভয়-তরাসে ছিল যে সব-চেয়েসেই খুলেছে…

ঝর্ণা ! ঝর্ণা ! সুন্দরী ঝর্ণা !

অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,তনু ভরি’ যৌবন, তাপসী অপর্ণা !ঝর্ণা !পাষাণের স্নেহধারা ! তুষারের বিন্দু !ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু |মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,চুমা-চুম্ কীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা !ঝর্ণা !এস তৃষার দেশে এস কলহাস্যে-গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,ধূসরের ঊষরের কর তুমি অন্ত,শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;ভরা ঘট…

কুকুর আসিয়া এমন কামড়

কামড়ের চোটে বিষদাঁত ফুটেবিষ লেগে গেল তায়।ঘরে ফিরে এসে রাত্রে বেচারাবিষম ব্যথায় জাগে,মেয়েটি তাহার তারি সাথে হায়জাগে শিয়রের আগে।বাপেরে সে বলে ভর্ৎসনা-ছলেকপালে রাখিয়া হাত,‘তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারেতোমার কি নেই দাঁত !’কষ্টে হাসিয়া আর্ত কহিল‘তুই রে হাসালি মোরে,দাঁত আছে বলে কুকুরের পায়দংশি কেমন করে !কুকুরের কাজ কুকুর করেছেকামড় দিয়েছে পায়,তা ব’লে কুকুরে কামড়ানো কি…